প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ক্ষেত্রসমীক্ষা সমাজই সমাজবিজ্ঞান শিক্ষার্থীদের গবেষণাগার : ড. অনুপম সেন

0

 

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্যোশিওলজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা ‘কোমরতাঁত শিল্পের সম্ভাবনা, সীমাবদ্ধতা এবং কোভিড-১৯ এর প্রভাব’ শীর্ষক বিষয়ের উপর ক্ষেত্রসমীক্ষা সম্পন্ন করেছে। গত ১৪ নভেম্বর তারা সমাজ গবেষণা পদ্ধতি কোর্স এবং গ্রামীণ সমাজতত্ত¡ কোর্স-এর আওতায় রাঙামাটিতে এই ক্ষেত্রসমীক্ষা সম্পন্ন করে। সমাজ গবেষণা পদ্ধতি কোর্সের তত্ত¡াবধানে ছিলেন বিভাগের শিক্ষক ড. সাদিকা সুলতানা চৌধুরী। গ্রামীণ সমাজতত্ত্ব কোর্সের তত্ত্বাবধানে ছিলেন বিভাগের শিক্ষক তানিয়াহ্ মাহমুদা তিন্নি। শিক্ষার্থীরা প্রশ্নপত্র, সাক্ষাৎকার এবং কেসস্টাডি পদ্ধতি ব্যবহার করে তথ্য সংগ্রহ করে। ফিল্ড ওয়ার্ক শেষ করে তারা প্রতিবেদন জমা দেয়। উল্লেখ্য, বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রসমীক্ষার কাজে রাঙামাটি যাত্রা উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। এসময় তিনি বলেন, সমাজবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য সমাজই হলো গবেষণাগার। ক্ষেত্রসমীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে, যা তাদের পরবর্তী জীবনে গবেষণা ও কর্মক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। ফলে সমাজ ও দেশ তাদের দ্বারা লাভবান হয়।
তিনি উল্লেখ করেন, আমি বিশ্বাস করি, প্রিমিয়ার ইউনিভার্সিটির স্যোশিওলজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা ভবিষ্যতে বাংলাদেশের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। বিজ্ঞপ্তি