প্রফেসর ড. বিকিরণ প্রসাদ ভারত স্বজন সম্মাননায় ভূষিত

62

গত ৭ নভেম্বর বেলা ৪টায় কোলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবন হলে বাংলা শিল্পী-সাহিত্যিক-সমাজকর্মী-সাংবাদিক সমন্বয় সমিতি আয়োজিত পÐিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির ভাষণ দেন পদার্থবিজ্ঞানী, মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়–য়া। নাট্য পরিচালক মিলন বসুর সভাপতিত্বে স্মারক বক্তৃতা ও স্মৃতি স্মারক সম্মান প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন রাজ্যসভা-লোকসভা টিভি এর বিশেষ প্রতিনিধি মানস বন্দোপাধ্যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যাসাগর চর্চা কেন্দ্রের সম্পাদক রামেশ্বর বন্দোপাধ্যায়, আম্বেদকর কালচারাল কলেজের সম্পাদক দিলীপ বিশ্বাস, অভিনেতা-সাংবাদিক নৌশাক মল্লিক ও গবেষক ড. অরুণ মিত্র। অতিথি ছিলেন সাহিত্যিক পৃথি¦রাজ সেন, আচার্য্য দীনেশ চন্দ্র সেনের নাতনী গবেষক-প্রাবন্ধিক দেবকন্যা সেন, সমাজসেবী সুদীপ রায়, অভিনেতা ধীরু ব্যানার্জী, অভিনেত্রী শিউলী রামানী গোমেস্, কবি অলক মÐল, শিক্ষিকা ড. মিনতি দত্ত মিশ্র, সাংবাদিক নারায়ণ মজুমদার, অধ্যাপক মনীন্দ্র চন্দ্র পাল, গীতিকার-নাট্যকার উজ্জ্বল বিশ্বাস ও আইনজীবী প্রদীপ বড়াল। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন চিন্ময় বিশ্বাস ও লীলাবতী বিশ্বাস। বিদ্যাসাগর স্মারক বক্তৃতায় অংশগ্রহণ করেন রামেশ্বর বন্দোপাধ্যায়, শ্যামল চট্টোপাধ্যায়, কবি নিতাই মৃধা, দিলীপ বিশ্বাস, শুভকান্তি শামন্ত প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত উপমহাদেশের একজন কৃতি, জ্ঞানী, গুণী, প্রতিভাধর ব্যক্তিত্ব হিসেবে সারাজীবনের নিষ্ঠা-সাধনা, নিরলস সংগ্রামের পুরস্কার হিসেবে প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়–য়াকে ‘ভারত স্বজন সম্মান ২০১৯’ এ ভূষিত করা হয়। এছাড়া বিদ্যাসাগর স্মারক বক্তৃতায় অংশগ্রহণ করার জন্য প্রফেসর বড়–য়াকে ‘বিদ্যাসাগর স্মৃতি স্মারক সম্মান ২০১৯’ এ ভূষিত করা হয়। বিজ্ঞপ্তি