প্রতিশ্রুতি দিলেন লঙ্কান প্রেসিডেন্ট

16

শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দুই দিন পর শুক্রবার এই ঘোষণা দেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর দেশটির পার্লামেন্টের সমীকরণ নিজের পক্ষে আনতে ‘প্রথম সুযোগেই’ আগাম নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি।শ্রীলঙ্কার বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের আগস্টে। আইন অনুযায়ী আগামী মার্চে আইনসভা ভেঙে দিয়ে নির্বাচনে যেতে পারবেন প্রেসিডেন্ট।
১৬ নভেম্বর শ্রীলঙ্কার অষ্টম প্রেসিডেন্ট নির্বাচনে ৫২ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হন শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট’র গোটাবায়া রাজাপক্ষে। এ নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টি’র সাজিথ প্রেমাদাসাকে হারান তিনি। এর আগে তামিল স্বাধীনতাকামীদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর গৃহযুদ্ধকালীন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সেনাবাহিনীর সাবেক এই কর্নেল।