পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে নবীন বরণ

222

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘স্প্রিং-২০১৯’ ট্রাইমেস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.নূরল আনোয়ার’এর সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রথম পর্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও চেয়ারম্যান এ কে এম এনামুল হক শামীম’এর পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী তাঁর বক্তব্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান জহির আহমেদ বলেন, শিক্ষার্থীরা গুণগত শিক্ষা অর্জন করে বিনয়ী ও ভালো মানুষে পরিণত হলে দেশ ও সমাজ উপকৃত হবে। অনুষ্ঠানে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র বিভিন্ন অর্জন নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় ৭৯ জন শিক্ষার্থীকে বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন থেকে মেধা, মুক্তিযোদ্ধা, আদিবাসী, খেলোয়ার, ডিবেট, গরীব, ছাত্রী সহ অন্যান্য কোটায় বৃত্তি প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো.নূরল আনোয়ার বলেন, শিক্ষার গুণগত মান অর্জনের জন্য প্রযুক্তিভিত্তিক শিক্ষা প্রদানে এ বিশ্ববিদ্যালয় অঙ্গীকারাবদ্ধ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এডভাইজার অধ্যাপক ড. এম. মজিবুর রহমান, অধ্যাপক ড. নিজামূল হক ভুঁইয়া, ডা. জাহানারা আরজু, ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আলী আজম স্বপন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ইঞ্জিনিয়ার মাফজল আহমেদ, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড.মো.ফসিউল আলম এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি ড. রাজীব চক্রবর্তী। নবীনবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র রেজিস্ট্রার মো.ওবায়দুর রহমান। উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য এহসানুল হক রিজন, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন জনাব মোহাম্মদ ইউনুস, পরীক্ষা নিয়ন্ত্রক মো.সেলিম হোসেন, প্রক্টর, বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটর, চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক এবং নবীন শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। খবর বিজ্ঞপ্তি