পূর্বদেশে প্রকাশিত সংবাদের জের চন্দনাইশ উপজেলা সড়ক সংস্কার

37

অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনবহুল জন গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে চন্দনাইশ উপজেলা সড়ক। চন্দনাইশ সদর বাজার এলাকায় সড়কে পৌরসভা কতৃপক্ষ ইতোমধ্যে একট কালবার্ট স্থাপন করেন। কালবার্ট স্থাপনের পর সড়কের পানি যথাযথভাবে নিস্কাশন না হওয়ায় গত কোরবানির ঈদের আগে থেকে সড়কের উপর পানি জমে কাদা পানিতে একাকার হয়ে যায়। এ বিষয়ে দৈনিক পূর্বদেশের সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর টনক নড়ে পৌর মেয়র মাহবুবুল আলম খোকার। সম্প্রতি সামাজিক প্রচার মাধ্যম ফেইসবুকে সড়কটির সচিত্র প্রতিবেদন নিয়ে নাগরিকদের স্ট্যাটাস ও কমেন্টে ঝড় উঠে। অবশেষে গত ১৭ আগস্ট পৌর মেয়র ভাঙা ইট সংগ্রহ করে সড়কে দিয়ে চলাচলের উপযোগি করে সড়কটি। এ ব্যাপারে পৌর মেয়র মাহবুবুল আলম খোকা বলেছেন, তিনি পত্রিকার সংবাদ পড়েছেন। এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের কর্তব্যরত ব্যক্তিদের সাথে কথা বলেছেন। যেহেতু সড়কটি সড়ক ও জনপদ বিভাগের। তারা সড়কের সংস্কারের করার কথা বলায় এতদিন এ ব্যবস্থা নেননি। অবশেষে জন দুর্ভোগের কথা চিন্তা করে এ ব্যবস্থা গ্রহণ করেছেন পৌরসভার অর্থায়নে। উল্লেখ্য, এ সড়ক দিয়ে উপজেলা পরিষদ, চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স , পৌরসভা, কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কাজে উপজেলার জনসাধারণ চলাচল করে থাকে। তাছাড়া এ সড়ক দিয়ে সরকারে উচ্চ পদস্থ সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ চলাচল করলেও সড়কটি জরুরীভাবে সংস্কারের কোন পদক্ষেপ কোন পক্ষই গ্রহণ করেন নাই। ফলে জনদুর্ভোগ ছিল চরম। কারণ সড়কের পাশে কাঁচা বাজার, অপরপাশের দোকানীরা সড়কের জায়গা দখল করে পণ্য রাখায় জন সাধারনের চলাচল ব্যাহত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। ফলে জনদুর্ভোগ চরম অবস্থায় ছিল।