পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধের ঘটনায় পৃথক ৩ মামলা

35

সীতাকুন্ডে ডাকাতের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পুলিশ বাদি হয়ে মামলা তিনটি দায়ের করে। সংঘর্ষের সময় আটককৃত ডাকাত ছাড়াও আরও পাঁচ জনকে মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, বুধবার রাতে উপজেলার সলিমপুর ফকিরহাট কাজিরপাড়ায় দেওয়ানজি মসজিদ সংলগ্ন দরবেশ ইউছুপ আলীর বাড়িতে অস্ত্রসহ একদল ডাকাত অবস্থান করছে, এমন একটি সংবাদের ভিত্তিতে সীতাকুÐ মডেল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। ডাকাত দলের আস্তানাটি চারদিক থেকে ঘিরে ফেলে পুুলিশ। ঘরটির ভেন্টিলেটর কেটে কয়েকজন পুলিশ সেখানে প্রবেশ করে। এসময় ডাকাতের সাথে পুলিশের মুখোমুখি সংঘর্ষ হয়। একপর্যায়ে ডাকাতদল গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাবার চেষ্টা করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। সংঘর্ষে মডেল থানার ওসি মো. দেলওয়ার হোসেনসহ ১০ পুলিশ সদস্য আহত হন। কয়েকজন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও ৪ জনকে আটক করে পুলিশ। পরে ডাকাত দলের সদস্যদের কাছ থেকে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ বিষয়ে সীতাকুন্ড মডেল থানার ওসি মো. দেলওয়ার হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ডাকাতদের নামে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও পুলিশের উপর হামলার অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।