পটিয়ায় বিদ্যুৎ শ্রমিক লীগের কর্মী সভা

59

জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ সিবিএ’র কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের মানুষকে শতভাগ বিদ্যুৎ সুবিধা দিতে সরকার কাজ করছে। ২০০৯ সালের আগে দেশে বিদ্যুৎতের যে দূরাবস্থা ছিল এখন আর তা নেই। বিগত সরকারগুলোর সময়ে বিদ্যুৎ সেক্টর দূর্নীতি ও ধবংসে পরিণত হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে তা একটি সফল সেক্টর হিসেবে পরিণত করেছে। দেশে একজন শ্রমিকলীগ নেতা বেঁচে থাকতে পটিয়ার বিদ্যুৎ সেক্টরকে বেসরকারী খাতে নিতে দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, বিএনপি-জামায়াত চক্রের কিছু ব্যক্তি বিদ্যুৎ সেক্টরে ঘাপটি মেরে বসে আছে। তারা বিভিন্নভাবে শ্রমিকলীগের নেতাকর্মীদের হয়রানী, বিদ্যুৎ সেক্টরকে ধংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের প্রতিহত করতে হবে। বিদ্যুৎ সেক্টরকে বেসরকারি খাতে ছেড়ে দেয়ার সে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন। গত সোমবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পটিয়ায় জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ সিবিএ এর উদ্দ্যেগে মুজিব বর্ষ উপলক্ষ্যে পটিয়া দপ্তর প্রাঙ্গনে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ শ্রমিকলীগ নেতা রনজিৎ কান্তি দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি লায়ন এম রহিম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, নারু দাশ, মোশারফ হোসেন, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার শাখার লিটন বিশ্বাস, নজরুল ইসলাম, তসলিম উদ্দিন, শ্যামল কান্তি চৌধুরী, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব বাবুল, হুইপ সামশুল হক চৌধুরীর বিদ্যুৎ বিভাগের সমন্বয়কারী নাছির উদ্দিন, পটিয়া শাখার নেতা মোহাম্মদ নুরুল আবছার, কামরুল হাসান বাবু, ইউসুপ নবী টিপু, নাজিম উদ্দিন বাহাদুর, সিন্টু কুমার চৌধুরী, কাজল চক্রবর্তী, মো. আবদুল মান্নান, অজিত চৌধুরী বিশু, আছাব মিয়া, ওবায়দুল হক ও বিকাশ দাশ।