পটিয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় প্রতিবাদ সভা

43

পটিয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পটিয়া আদালত রোড়ের শহীদ মিনারের সম্মুখস্থ পটিয়া সুপার মার্কেটের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হামলা, লুটপাটের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে। গত ২৪ অক্টোবর শহীদ মিনার সংলগ্ন সড়কে আদালত-খাসমহল ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১৯ ও ২১ অক্টোবর দুই দফায় রাজস্থান নামক একটি দোকানে হামলা এবং বেদখলের চেষ্টা করে। একই মার্কেটে অবস্থিত ক্যাঙ্গারু বাজার নামক অপর একটি দোকানে গত ২৪ অক্টোবর একইভাবে হামলার ঘটনা ঘটে। গত শনিবার অনুষ্ঠিত প্রতিবাদ সভা সংগঠনের সভাপতি মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া দোকান মালিক সমিতির সভাপতি হাজী এমএ ইউছুফ। এতে প্রধান বক্তা ছিলেন পটিয়া দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম খোকন, ছবুর রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পদক আবু ছিদ্দিক, খাসমহল রোড ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি সিমান্ত বড়–য়া, সহ-সভাপতি মোহাম্মদ ইউনুছ, সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, অর্থ সম্পাদক তৌহিদুল আলম, প্রচার সম্পাদক আবুল কাশেম, মোহাম্মদ সোহেল, ক্লাব রোড ব্যবসায়ী নেতা মোহাম্মদ ইসমাইল, আলম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আজগর, একেআর মার্কেট সাধারণ সম্পাদক জামাল হোসেন, মাইজভাÐারী গাউছিয়া হক কমিটি পৌর সাবেক সম্পাদক ব্যবসায়ী দিদারুল আলম, বাদল দে প্রমুখ।