পটিয়ায় থানার এসআই মোশাররফের বিরুদ্ধে অভিযোগ পুন:তদন্তের দাবি

69

জেলা পুলিশ সুপারের কাছে পটিয়ায় থানার এস আই মোশারফের বিরুদ্ধে মামলা তদন্তে গাফিলতির অভিযোগ করে বাবুল বড়ুয়া। বাবুল বড়ুয়ার দায়েরকৃত সেই অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) এস আই মোশারফের বিরুদ্ধে অভিযোগ সত্য নয় মর্মে প্রতিবেদন দেন। ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়ে গত ২৪ জানুয়ারি পুলিশ সুপারের কাছে পুনরায় তদন্তের আবেদন করেন করেছেন বাবুল বড়ুয়া। অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর উপজেলার তেকোটা গ্রামের উৎপল বড়ুয়া তার প্রতিবেশী বাবুল বড়ুয়াসহ তিন ভাই এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগের কোন তদন্ত না করেই অভিযোগটি জিডি আকারে নিয়ে বাবুল বড়–য়াসহ তিন ভাই এর বিরুদ্ধে আদালতে একটি প্রসিকিউশন দাখিল করেন এস আই মোশারফ হোসেন। এ ব্যাপারে বাবুল বড়ুয়া গত ২৪ নভেম্বর এসআই মোশাররফের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নিকট অভিযোগ দেন বাবুল বড়–য়া। উক্ত অভিযোগ তদন্তের জন্য পুলিশ সুপার পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন খানের নিকট দায়িত্ব দেন। তিনি অভিযোগের বাদি ও বিবাদী উভয় পক্ষকে নোটিশ দিলে দুই পক্ষের লোকজন সার্কেল অফিসে হাজির হয়ে উৎপল বড়ুুয়ার দায়ের করা অভিযোগ সত্য বলে জানান। তারা জানান অভিযোগ সত্য না হওয়ার পরও এস আই মোশারফ হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে প্রসিকিশন দেয়। সাক্ষীরা অভিযোগ সত্য নয় বলে তদন্তকারী কর্মকর্তাকে জানানোর পরও অতিরিক্ত পুলিশ সুপার কোন স্বাক্ষী পাননি মর্মে জেলা পুলিশ সুপারের নিকট তদন্ত প্রতিবেদন দেন। অভিযোগ তদন্তকালে এসআই মোশাররফ হাজির হননি। অভিযোগের বাদি বাবুল বড়ুয়া অতিরিক্ত পুলিশ সুপারের প্রদত্ত প্রতিবেদনের উপর গত ২৪ জানুয়ারি নারাজি প্রদান করে পুলিশ সুপারের কাছে পুনরায় তদন্তের জন্য আবেদন করেছেন। অভিযোগ প্রসঙ্গে পটিয়া থানার এস আই সৈয়দ মোশাররফ হোসেন তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের সত্যতা প্রমান পাবে না বলে দাবি করেন।