পটিয়ায় ছনহারা চিকন খলিফা মাদ্রাসার বার্ষিক সভা

122

চট্টগ্রাম বায়তুশ শরফের আল্লামা শাহ আবদুর জব্বার (র.) ফাউন্ডেশনের চেয়ারম্যান হয়রত মাওলানা আবদুল হাই নদভী বলেছেন, কোরআন সুন্নাহ আলোকে মানুষ দ্বীনি শিক্ষায় শিক্ষিত হলে দুনিয়া ও আখেরাতে কামেয়াবী লাভ সম্ভব। তিনি গত রবিবার পটিয়া ছনহারা হযরত ছিকন খলিফা ছিদ্দিক আহমদ আলিম মাদ্রাসার ২৯তম বার্ষিক সভা ও হযরত চিকন খলিফা (র.) বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাদ্রসার প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার হাফেজ আহমদ আলকাদেরীর পরিচালনায় মাহফিলে প্রধান ওয়াজেন ছিলেন আনোয়ারা সুন্নাপাড়া মনিরুল ইসলাম ফাজিল মাদ্রসার অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাসেমী। এতে উপস্থিত ছিলেন আলহাজ মো. রফিক খান, হাজী আবুল বশর, বায়তুশ শরফ মাদ্রাসার হাফেজ মাওলানা মফিজুর রহমান, চিকন খলিফা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শরীফ উল্লাহ আশেকী, সহকারী মাওলানা মুহাম্মদ ইউসুফ জিলানী প্রমুখ। প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন আবু মোহাম্মদ নিপার। প্রধান বক্তা ছিলেন ছনহরা ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতি। বিশেষ অতিথি ছিলেন নুর মোহাম্মদ, দিদারুল আলম সিকদার, মাহাবুবুল আলম আলমদার, হাজী মিন্নাত আলী, মো. জসিম উদ্দিন, আবদুল রশিদ সিকদার, সাবেক ভাটিখাইন ইউপি চেয়ারম্যান জাফর আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

সাতকানিয়ায় আন্তর্জাতিক নারী
দিবস উপলক্ষে মানববন্ধন

সাতকানিয়া উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ গেইট সম্মুখে গত গত ৬ মার্চ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভ‚মি দীপংকর তঞ্চঙ্গ্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজীম শরিফ, নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান, পৌরসভা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মামুনুল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহেনাজ আক্তার, তথ্যসেবা কর্মকর্তা আয়েশা খাতুন, তথ্যসেবা সহকারী জেসমিন সুলতানা, এনজিও সংস্থা ব্র্যাকের ম্যানেজার মো. রেজাউল করিম, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মো. আলাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী মো.এমদাদুল হক, আইজিএ প্রশিক্ষিকা জন্নাতুল ফেরদৌস সুখি, রোবায়েত তাবাচ্ছুম আখি, অফিস সহায়ক মো. বিল্লাহ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি