পঙ্গপালের আক্রমণ নিয়ে ভারতকে সতর্ক করলো জাতিসংঘ

142

ঝাঁকবদ্ধ পতঙ্গ পঙ্গপালের আক্রমণ নিয়ে ভারতকে সতর্ক করেছে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেন (এফএও)। সংস্থাটি বলছে, আগামী মে মাস থেকে এই পতঙ্গের আক্রমণের মুখে পড়তে পারে ভারত। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি রয়েছে বলে দাবি করেছেন দেশটির কর্মকর্তারা। সম্প্রতি মরু পঙ্গপালের আক্রমণে বিপুল পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতি ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা করে পাকিস্তান সরকার। দেশটির সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে পঙ্গপালের আক্রমণে বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়েছে। ভারতের কয়েকটি এলাকাতেও ঢুকে পড়ে এই পতঙ্গটি। সোমবার এফএও কর্মকর্তা কেইথ ক্রেসম্যান বার্তা সংস্থা আইএএনএস-কে বলেন, ‘এই বছর পঙ্গপালের বিপদ ইরান ও হর্ন অব আফ্রিকা থেকে ভারতে ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে’। সংস্থাটি জানিয়েছে, এবার পতঙ্গটির আক্রমণ বিশ্বজুড়ে ভয়াবহ আকার নিয়েছে। ফলে লাখ লাখ মানুষের বিশেষ করে আফ্রিকা অঞ্চলে খাদ্য সংকটের ঝুঁকি রয়েছে। ঝুঁকি মোকাবিলায় সাত কোটি মার্কিন ডলারের সহায়তা চেয়েছে এফএও ও জাতিসংঘ। আসন্ন বৃষ্টিপাতের মৌসুমে ভারত-পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ায় পঙ্গপাল মারাত্মক আক্রমণ চালাতে পারে বলে মনে করেন এফএও কর্মকর্তা কেইথ ক্রেসম্যান। নিজের সাম্প্রতিক ভারত সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন, ভারত গ্রীষ্মে যেভাবে পঙ্গপালের আক্রমণ প্রতিহত করেছে, আগামী বৃষ্টির মৌসুমের চ্যালেঞ্জও তারা মোকাবিলা করতে পারবে।