নীলকণ্ঠ

84

নীলকণ্ঠ হয়ে উড়ে যাবো তোমার বাড়ির পাহাড়ি আঙ্গিনায়
হে প্রিয়তম, শুধাবো না সত্যি ভালোবাসো কি না আমায়?
আদরে সোহাগে ভরে দেবো তোমার বাড়ির পোষা প্রাণীক‚ল
নিশ্চয় আদর পেয়ে গদো গদো হবে ভিলার টোমিনি বিলকুল।

ঈর্ষাকাতর ভ্রমরগুলো শুধু শুধু হুল-বেদনা ফোটাতে চায় নিশিদিন
যেমন এক স্থানে বেশি দাঁড়াতে চায় না পরিযায়ী পাখি বেশিদিন।
আহা! জীবন এতো ছোট ক্যানে, বলো জীবন এত ছোট ক্যানে
কিছুই তো হলো না সাধন এই ক্ষুদ্র-ভঙ্গুর-পার্থিব মানব জীবনে।

প্রেম-প্রীতি-ভালোবাসা বুঝে না তারা করে অকারণে গোলমাল
মানুষের আনন্দে বিষাদ হয়ে দাঁড়ায়, হৃদয়নদী করে বেসামাল।
হাজার বছর ধরে তুমি আছো এই বঙ্গে সবুজ শ্যামলিমা বেশে
হে প্রিয়, তোমাকে নিয়ে রচিব কাব্য ফুল-পাখি-নদী ভালোবেসে।