নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা

28

মহানগর বিএনপি নেতা ও বাংলাদেশ পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর প্রাক্তন প্রথম সহ-সভাপতি এরশাদ উল্লাহ বলেছেন, প্রস্তাবিত বাজেট জাতির সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। জোর করে এই করের বোঝার বাজেট চাপিয়ে দেয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সীমাহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। শ্রমিকের প্রকৃত আয় কমে গেছে এতে করে শ্রমিকের ব্যয়ের সাথে আয়ের মিল না থাকায় তারা আজ হতাশ। ন্যায্য অধিকার পাওনা থেকে শ্রমিক-কৃষক সহ খেটে খাওয়া মানুষ বঞ্চিত হয়েছে।
বোয়ালখালী উপজেলা-পৌরসভার নেতাকর্মীদের সম্মানে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শওকত আলমের সভাপতিত্বে ও সরওয়ার আলমগীরের পরিচালনায় বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এম এ হাশেম রাজু, চান্দগাঁও থানা যুবদলের আহব্বায়ক জাফর আহম্মদ, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন, উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ সিরাজ, এস এম বাদশা, সুলতান মাহমুদ টুনু, জাকির হোসেন, জয়নাল আবেদীন, মো. শাহজাহান, সাইফু মেম্বার, মো. মনজু, জসিম মেম্বার, মফিজ মেম্বার, সেলিম মেম্বার, জাহেদ মেম্বার, যুবদল নেতা মো. লোকমান, মো. ইউনুছ, জসিম উদ্দিন, এম এন করিম, ইদ্রিস বিশু, শেখ মনির, শরিফ উদ্দিন, মো. মামুন, মো. হিরু, ছাত্রদল নেতা জিএম মহসিন, মো. জিকু, মো. কামাল, মো. আতিকুল্লা, মো. আরমান প্রমুখ। বিজ্ঞপ্তি