নাজিরহাট কলেজে ব্যারিস্টার আনিসুল এমপি বর্তমান সরকার শিক্ষাবান্ধব

56

নাজিরহাট কলেজের নিজস্ব অর্থায়নে ১৮ লক্ষ টাকা ব্যয়ে কলেজ তোরণসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। গতকাল সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থীদের সংগঠন উৎসর্গ এর উদ্যোগে আলোচনা সভা অনার্স ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র আকিব বিন আলীর সভাপতিত্বে ও ঐশী মজুমদার অণুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন অনার্স ৩য় বর্ষের ছাত্র আবদুল মন্নান। ঘাট নামক উৎসর্গ সংগঠনের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। উদ্বোধক ছিলেন নাজিরহাট কলেজের অধ্যক্ষ এস এম নূরুল হুদা।
প্রধান অতিথির বক্তব্যে কালে কলেজে গভর্নিং বডির সভাপতি, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। অভিভাবক এবং শিক্ষকমন্ডলীকে সন্তান, শিক্ষার্থীদের পাঠদানে গুরুত্ব দিতে হবে।
বিশেষ অতিথি বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউনুছ গণি চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা বেগম, কলেজ গভর্নিং বডির সদস্য ডা. নিজাম মোর্শেদ চৌধুরী, ওসি (অপারেশন) তৌহিদুল আলম, সহকারী একান্ত সচিব সৈয়দ মনজুরুল আলম, উপাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলমগীর জামান, চেয়ারম্যান মুজিবুর রহমান হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব বড়ুয়া, আর কে মুহুরী, অধ্যাপক দোলন কান্তি ভট্টাচার্য, উৎসর্গের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুল আলম। অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন বাংলা বিভাগের প্রভাষক মো. মহিউদ্দীন। বিজ্ঞপ্তি