নাইক্ষ্যংছড়িতে খাদ্য নিরাপত্তা বিষয়ক চারদিনের প্রশিক্ষণ

26

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে খাদ্য নিরাপত্তা জোরদারকরণ ও পুষ্টি উন্নয়ন বিষয়ক চারদিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ওয়াল্ড ফুড প্রোগ্রাম (ডাব্লিউএফপি)এর অর্থায়নে ও এন.জেড একতা মহিলা সমিতির আয়োজনে প্রশিক্ষনে মাঠ পর্যায়ের ১জন মনিটরিং অফিসার, ৫ ফিল্ড অফিসার, ১৪জন সিডিওসহ মোট ২২ জনকে এই প্রশিক্ষণ দেয়া হয়। এই প্রশিক্ষনের মাধ্যমে মাঠ পর্যায়ে থাকা উপকারভোগীদের মাঝে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, আচার ব্যবহারের গুণগত মান সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করবে একতার মাঠ কর্মীরা। চারদিন ব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন ডাবিøউএফপির প্রশিক্ষক লুৎফর রহমান এবং সামিউল। এছাড়াও অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ডাবিøউএফপি ফিল্ড মনিটরিং কমিপ্রæ মার্মা, এন. জেড একতা মহিলা সমিতির পরিচালক আনোয়ারা বেগম, প্রকল্প পরিচালক পারভিন আক্তার, প্রজেক্ট অফিসার হেলাল উদ্দিন প্রমুখ। এদিকে একতার প্রকল্প পরিচালক পারভিন আক্তার জানান প্রশিক্ষণের মাধ্যমে একতার কর্মীরা মাঠ পর্যায়ের ১ হাজার উপকারভোগীর মাঝে প্রতিমাসে দুইবার করে ধারনা প্রদান করা হবে। এই কার্যক্রম ধারাবাহিকভাবে আগামীতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, একতা মহিলা সমতির খাদ্য নিরাপত্তা জোরদারকরণ ও পুষ্টিমান উন্নয়ন প্রকল্পের আওতায় নাইক্ষ্যংছড়িস্থ জেলা পরিষদ ডাক বাংলোয় গত ১৪ সেপ্টেম্বর শুরু হওয়া প্রশিক্ষণ ১৭ সেপ্টেম্বর শেষ হয়।