নবান্ন উৎসবে

39

আর ক’টা দিন পরে বলো আসবে
আমাদের গাঁয়ে উঠবে যখন ধান
নতুন ধানের ঘ্রাণ বাতাসে ভাসবে
আমাদের সব পাড়ায় ফিরবে প্রাণ।

ধান মাড়াইয়ের কলের শব্দে নির্ঘুম
আমরা সবাই থাকবো তুমুল কাজে
নতুন বিন্নি ধানের চালের ভাত
রাঁধবে কখন খোঁজ নেবো মাঝে মাঝে।

আমাদের কালি গাইয়ের খাঁটি দুধে
ডোবানো ভাতে একমুটো গুড় মেশা
খুব মজা করে খাবোই তুমি এলে
চিনবে তো? ঠিক,বাগিচার হাট ঘেঁষা।

মাঠের মাঝে খানিক সরিয়ে নাড়া
পাতানো ফাঁদে ভাটুই ধরবো তবে
ভাটুই মুলোর ঝোলের গরম ভাতে
মাতবো আমরা নবান্ন উৎসবে।