নওফেলের সমর্থনে কাজীর দেউড়িতে সভা

43

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়তে সৎ, মেধাবী তরুণ শিক্ষিত যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে। বিএনপি-জামাত জোটের আমলে বাংলাদেশ ২৮০০ মেগাওয়াট হতে প্রায় ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশের মানুষকে ৯৩ ভাগ বিদ্যুতের সুবিধা দিয়েছে, ডিজিটাল সেবায় ঘরে বসে বিদ্যুৎ, গ্যাস, পানি, স্কুলের ভর্তি সহ নানা কাজে ইন্টারনেটের মাধ্যমে সুবিধা ভোগ করছে, যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নতি ঘটেছে, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামাঞ্চলে দ্রুত স্বাস্থ্য সেবা নিতে পারছে সাধারণ জনগণ, সামাজিক নিরাপত্তা ভাতা, বিধবা ভাতা, মাতৃকালিন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মুক্তিযোদ্ধা উৎসব ভাতা, শিক্ষা উপবৃত্তি, মেয়েদের বিনামূল্যে ডিগ্রী পর্যন্ত পড়ালেখার সুযোগ, বছরের প্রথমদিন কোমলমতি শিশুদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মত বেশ কয়েকটি মেগা প্রকল্প হাতে নেওয়া, দোহাজারী হতে রামু পর্যায়ক্রমে দুমদুম রেল লাইন সম্প্রসারিত করা, বাংলাদেশের সমপরিমাণ মায়ানমার ও ভারত থেকে সমুদ্র সীমানা বিজয়, জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ নির্মূল, বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার গণমানুষের মৌলিখ চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা শরণার্থীদেরকে আশ্রয় এবং পুনর্বাসন। তাই উন্নত রাষ্ট্র গঠন করতে আরেকবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে, এক্ষেত্রে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের নৌকার প্রার্থী তরুণ, সৎ, মেধাবী, যোগ্যতা সম্পন্ন এ বি এম মহিউদ্দিন চৌধুরী’র পুত্র, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল’র বিকল্প নেই। কাজীর দেউড়ি বালক-বালিকা উচ্চ বিদ্যালয়ে সেন্টার কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর গিয়াস উদ্দিন এ কথা বলেন। এড.সাজ্জাদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও যুবনেতা শেখ বশির আহমেদ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বশর। প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগ মহানগর শাখার সাবেক সভাপতি এম.আর আজিম, বিশেষ অতিথি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির উদ্দিন সর্দ্দার, শেখ হারুনুর রশিদ, ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক শাহজাহান রতন, নগর যুবলীগ সদস্য হাবিব উল্লাহ নাহিদ, শেখ নাছির আহমেদ। আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা মো.রফিক, আবদুল জলিল সর্দ্দার, যুবনেতা আবু তাহের, শওকত উল্লাহ সোহেল, এস.এম. সিরাজ, মো.রফিকুল ইসলাম, মো. কফিল উদ্দিন, নারী নেত্রী নুর বেগম, পেয়ারী বেগম, যুবনেতা জহির উদ্দিন রাজু, মো: জুয়েল, আবদুর রকি, রুবেল আহমেদ। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাহবুব আলম, আ.লীগ নেতা আবদুল মালেক, ছাত্রনেতা খোরশেদ আলম জুয়েল, মো. সাজ্জাদ গণি, শহিদুল ইসলাম রানা, আহমেদ জুয়েল, নুর মোহাম্মদ ইলিয়াছ, বিশ্বনাথ দাশ বিশু, ফরিদ আলম, আজাদ হোসেন, আবদুল হান্নান, জাহাঙ্গীর আলম, আসাদ হোসেন, মাহবুব আলম, মো. আনোয়ার আনু, হাজী জসিম মিয়া, মো. সুমন প্রমুখ। খবর বিজ্ঞপ্তির