ধর্মঘট পালিত কাগতিয়া মাদ্রাসা বিষয়ে তদন্তের নির্দেশ

239

পার্বত্য চট্টগ্রামের ১৩ সড়ক ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে গতকাল শনিবার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালিত হয়। মুনিরীয়া যুব তবলীগ কমিটির অপকর্মের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতি ও চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এছাড়াও রাউজানের প্রধান সড়ক হাফেজ বজলুর রহমান ও শফিকুল ইসলাম চৌধুরী সড়কেও অবরোধ পালন করেন সাধারণ লোকজন। ফলে গতকাল রাউজানের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে। এসময় আন্দোলকারীরা সড়কে মিছিল সহ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। অন্যদিকে গতকাল উপজেলা পরিষদের সমন্বয় সভায় ও আইন শৃংখলা বিষয়ক সভায় মুনিরীয়া যুব তবলীগের সাম্প্রতিক সময়ে সংঘটিত ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সরকারি কর্মকর্তারা। এতে কাগতিয়া মাদ্রাসা মুক্তিযুদ্ধকালীন সময়ে রাজাকারের আস্তানা হিসেবে ব্যবহার, মুনিরীয়া যুব তবলীগকে জঙ্গি সংগঠনসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা ছাড়া মুনির উল্লাহ কিভাবে অধ্যক্ষ হলেন তা খতিয়ে দেখতে শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
গতকাল চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে পরিবহন ধর্মঘটে পার্বত্য চট্টগ্রামসহ রাউজান, ফটিকছড়ির হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েন। এময় চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি বলেন, এ আন্দোলন চলমান থাকবে। এরই মধ্য যদি মুনিরীয়ার সভাপতি মুনির উল্লাহ সাম্প্রতিক সময়ে সংঘটিত ঘটনার ক্ষমা প্রার্থনা না করে তাহলে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে।