দেওয়ানপুর স্কুল এন্ড কলেজে স্মৃতি শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান

158

রাউজানো দেওয়ানপুর স্কুল এন্ড কলেজে কমরেড বোরহান উদ্দিন স্মৃতি শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান গত বুধবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দেওয়ানপুর এসকে সেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল রাজ্জাক। শিক্ষা বৃত্তি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো.ইকবাল উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দেওয়ানপুর স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আবদুল গফুর, শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃত্তিদাতা মরহুরম বোরহান উদ্দিনের পুত্র মো.নাজিম উদ্দিন। দেওয়ানপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক স্বদেশ চক্রবর্ত্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক তৈয়ব চৌধুরী, দেওয়ানপুর স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মো.জামাল উদ্দীন, শিক্ষক পরিতোষ বড়ুয়া, কল্পন বড়ুয়া, হাছিন রাজী, সৃজন কান্তি দে, আরিফুল হক, মো. সেলিম, লাকী দে, মনিকা বড়ুয়া, আবদুল শহিদ, উত্তম দাশ, কাজল দাশ, রিদুয়ানুল আলম, প্রকৃতি রঞ্চন বড়ুয়া, যশু দাশ, সংগীতা মিত্র, নাছিরা বেগম, তৃষ্ণা চক্রবর্ত্তী, সুমি চৌধুরী, পাচখাইন সম্মিলনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয় বড়ুয়া প্রমূখ। বোরহান উদ্দিন স্মৃতি শিক্ষা বৃত্তির অধিনে এবার দুটি বিদ্যালয়ে ৫৫ কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় কয়েকটি মসজিদে অনুদান প্রদান করা হয়।