থানায় অভিযোগ দেওয়ায় চকরিয়ায় কৃষকের বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

39

ইভটিজিংয়ের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দেওয়ায় কক্সবাজারের চকরিয়ায় এক কৃষকের বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের পাহাড়ি এলাকা মুকিয়াঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন বলেন, নদী ভাঙ্গনের শিকার হয়ে হারবাং ইউনিয়নের মুকিয়াঘোনার পাহাড়ি এলাকায় পেকুয়া, কুতুবদিয়া ও চকরিয়া উপজেলার বিভিন্ন গ্রামের লোকজন বসবাস করে আসছিল। গত ২১ এপ্রিল শবে বরাতের দিন সকালে গরু জবাই নিয়ে স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে গিয়ে বসবাস করা লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। ওই দিন দুপুর দুইটার দিকে একটি পুকুরে কয়েকজন নারী গোসল করার সময় ঢিল ছুঁড়ে মারেন স্থানীয় কয়েকজন বখাটে। বিষয়টি নিয়ে আবারও সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এসব ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ দিলে ক্ষিপ্ত হয়ে উঠে স্থানীয়রা। মুকিয়াঘোনা এলাকার জালাল আহমদের ছেলে কৃষক লিয়াকত আলী বলেন, লিখিত অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় বেলাল উদ্দিনের নেতৃত্বে ১০-১২জন ব্যক্তি তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় তাঁর স্ত্রী মনোয়ারা বেগম ও শিশু সন্তান আরমানকেও মারধর করে দুর্বৃত্তরা। লিয়াকত আলী আরও বলেন, আগুনে তাঁর বসতঘর, প্রয়োজনীয় কাপড়চোপড়, আসবাবপত্র, দেড়শত আড়ি ধান, পাসপোর্ট ও নগদ টাকাসহ অন্তত ছয় লাখ টাকার মালামাল পুড়ে যায়। এ ঘটনায় তিনি থানায় থানায় মামলার করবেন বলেও জানান। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বসতঘর পুড়িয়ে দেওয়ার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। একজন পুলিশ কর্মকর্তা বিষয়টি তদন্ত করছেন। সত্যতা পেলে অবশ্যই জড়িতদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।

রাঙ্গুনিয়ায় কারিতাসের ত্যাগ ও সেবা অভিযান পালিত

‘এসো প্রকৃতি ও অভাবী ভাইবোনদের যত্ন করি’ এ মূলমন্ত্রে রাঙ্গুনিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে ত্যাগ ও সেবা অভিযান উপলক্ষে আলোচনা সভা গত ২৭ এপ্রিল বিকেলে কারিতাসের রাঙ্গুনিয়া কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে। সভায় চার ধর্মীয় প্রধানকে সমবেত করা হয়। কারিতাস’র মাঠ কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় ইসলাম ধর্মের মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন নাহিদ, খ্রিস্টীয় ধর্মের ফাদার সুব্রত বনিফাস, বৌদ্ধ ধর্মের নন্দ শ্রী ভিক্ষু, সনাতন ধর্মের নির্মল চন্দ্র শীল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারিতাসের কর্মসূচি কর্মকর্তা সত্যেন্দ্র চন্দ্র রায়, ইউনিট কর্মকর্তা নিপু কান্তি মিত্র, সহকারি মাঠ কর্মকর্তা গৌরি ভট্টাচার্য্য, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব প্রমুখ। রাঙ্গুনিয়া প্রতিনিধি