তাইওয়ানে সোয়াইন ফ্লুতে তিন মাসে ৫৬ জনের মৃত্যু

20

চীন শাসিত অঞ্চল তাইওয়ানে নতুন করোনা ভাইরাসের চেয়ে বেশি আতঙ্ক সৃষ্টি করেছে সোয়াইন ফ্লু। গত তিন মাসে দেশটিতে এইচ১এন১ ভাইরাসের সংক্রমণে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। তাইওয়ান রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (সিডিসি) বরাত দিয়ে ৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। খবরে বলা হয়, তাইওয়ানে এ পর্যন্ত ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেও কারো মৃত্যু হয়নি। অন্যদিকে অঞ্চলটিতে গত তিন মাসে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় এক সংবাদমাধ্যমের দাবি, গত সপ্তাহেই সোয়াইন ফ্লু’র কারণে মারা গেছেন ১৩ জন। অন্যদিকে সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, মৌসুমি ফ্লুতে আক্রান্ত হয়ে অঞ্চলটিতে ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮০ বছর বয়সী এক বৃদ্ধা ছিলেন। গত ডিসেম্বরের শেষে জ্বর আক্রান্ত হয়ে ওই বৃদ্ধা হাসপাতালে ভর্তি হন। পরে নিউমোনিয়ায় মারা যান তিনি।