ট্রাম্পের পরিকল্পনা সমর্থন করছে ওমান বাহরাইন ও আমিরাত!

17

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার বহুল আলোচিত ও বিতর্কিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা উন্মোচন করেছেন। মঙ্গলবার এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশীদার ফিলিস্তিনকে উন্মোচন অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়নি। তবে এতে প্রতিনিধি পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের তিন মুসলিম দেশ ওমান, বাহরাইন ও সংযুক্ত আমিরাত। হোয়াইট হাউসে উন্মোচন অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, দেশ তিনটি তার পরিকল্পনা সমর্থন করছে। এজন্য তিনি দেশগুলোকে ধন্যবাদ দিয়েছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এখবর জানিয়েছে। হোয়াইট হাউসে উন্মোচন অনুষ্ঠানে প্রতিনিধি পাঠিয়েছে এই তিন দেশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ধন্যবাদ জানিয়েছেন অনুষ্ঠানে দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত হওয়ার জন্য।