ট্রাম্পের অপসারণ চান ডেমোক্র্যাটরা

11

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে শুরু হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারের শুনানি। ডেমোক্র্যাটরা এর মধ্যেই লিখিতভাবে ট্রাম্পের অপসারণ দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র এবং জাতীয় নিরাপত্তার জন্য রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পকে হুমকি হিসাবে সোমবার জমা দেওয়া এক নথিতে উল্লেখ করেছেন তারা। ট্রাম্পকে ক্ষমতায় রেখে দিলে আগামী দিনগুলোতে নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ চাইতে ভবিষ্যৎ নেতাদের উৎসাহিত করা হবে বলে ডেমোক্র্যাটরা যুক্তি দেখান।
অন্যদিকে, সোমবারই এর ঠিক বিপরীত বক্তব্যে ট্রাম্পের আইনজীবীরা তার খালাস চেয়েছেন। ট্রাম্প ভুল কিছু করেননি বলেই দাবি তাদের। ডেমোক্র্যাটরা ট্রাম্পকে আরেকবার নির্বাচিত হতে না দেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন তারা। মঙ্গলবার ১৮:০০ জিএমটি তে শুরু হচ্ছে ট্রাম্পের অভিশংসন শুনানি।সিনেটররা শুনানিতে প্রতিনিধি পরিষদের আইনজীবী এবং হোয়াইট হাউজের আইনজীবী উভয় পক্ষেরই বক্তব্য শুনবেন। শোনা হবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও।বিচার প্রক্রিয়া দেখানো হবে টেলিভিশনে।
শুনানির পর ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হবে কিনা- তা নিয়ে ভোটাভুটির জন্য সিনেটররা পুরো একদিন সময় পাবেন। বিচার প্রক্রিয়া সপ্তাহে ছয়দিন করে চলবে কেবল রোববার বাদ দিয়ে (সোম থেকে শনি পর্যন্ত) এবং চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তা জানুয়ারির শেষ নাগাদও চলতে পারে। উদ্বোধনী যুক্তিতর্ক চলবে চারদিন। এ সময় ডেমোক্র্যাটিক হাউজের আইনপ্রণেতারা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তি দেবেন এবং প্রেসিডেন্টের আইনজীবীরা এর জবাব দেবেন।
১শ’ আসনের সিনেটে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে গেলে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হবে। কিন্তু সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যা মাত্র ৪৭।আর রিপাবলিকানদের সংখ্যা ৫৩ হওয়ায় ট্রাম্প খালাস পাবেন এটি স্পষ্টই বোঝা যাচ্ছে। তবে যদি ব্যতিক্রমী কিছু ঘটে যায়,ট্রাম্প দোষী সাব্যস্ত হয়ে যান,তাহলে সেক্ষেত্রে তার জায়গায় নতুন প্রেসিডেন্ট হতে পারেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ নিয়ে তৃতীয় কোনো প্রেসিডেন্ট উচ্চকক্ষ সিনেটে অভিশংসন বিচারের মুখোমুখি হচ্ছেন। গুরুতর অভিযোগে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন তিনি। রাজনৈতিক প্রতিপক্ষ জো বাইডেনের বিরুদ্ধে ইউক্রেইনকে দুর্নীতির তদন্ত করতে চাপ দেওয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার এবং এ ঘটনার তদন্তে কংগ্রেসকে বাধা দেওয়ার অভিযোগে ট্রাম্প অভিশংসিত হন।