ট্যালেন্ট গ্রামার স্কুলে ক্লাস পার্টি

3

নগরীর বায়েজিদ থানাধীন কুঞ্জছায়া আবাসিকে ট্যালেন্ট গ্রামার স্কুলের ১৫ বছর পূর্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্লাস পার্টি ও আলোচনা সভা সাংবাদিক সুপলাল বড়–য়ার সভাপতিত্বে, শিক্ষিকা মাহরীন শমীর সঞ্চালনায় গত ৩০ নভেম্বর স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ছাত্র ছাত্রীদের নাচ-গান, আবৃত্তি সহ মনোজ্ঞ আয়োজনে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব কবি ও লেখক মোহাম্মদ কামরুল ইসলাম, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ কবিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক জীবক বড়ুয়া। শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষিকা সুদীপ্তা বড়–য়া, নিশি আক্তার, সিফাত আক্তার, নাছরিন সুলতানা, মাহরীন শমী, উম্মে হাবিবা সহ প্রমুখ। প্রধান অতিথি বলেন, খেলাধুলা,নাচ,গান বিতর্ক প্রতিযোগিতা সর্বোপরি সংস্কৃতি চর্চা হচ্ছে আমাদের সুন্দর চরিত্রের এক প্রতিচ্ছবি। এক দশকের অধিক সময় ধরে স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি ছাত্র ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন ও উন্নত জাতি গঠনে ভূমিকা রাখছে। তিনি বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে শিশু কিশোর সহ সবাই ডিভাইস নির্ভর হয়ে পড়ছে। প্রকৃত শিক্ষা হতে তারা দূরে সরে যাচ্ছে। মোবাইল নির্ভর হওয়া সংস্কৃতি চর্চা হতে তারা দিন দিন বিমুখ হয়ে পড়ছে। যার ফলে ছাত্র ছাত্রীদের শারীরিক মানসিক সমস্যা দেখা দিচ্ছে। তনি প্রকৃত শিক্ষায় ছাত্র ছাত্রীদের শিক্ষিত করতে বিদ্যালয়ের সকল অভিভাবক, শিক্ষক শিক্ষিকা, সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন। বিজ্ঞপ্তি