টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

48

টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে বিল্লাল হোসেন (৩৮) নামের এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। তিনি লক্ষীপুর জেলার আবুল বাশারের ছেলে। এ ঘটনায় দুই বিজিবির সদস্য আহত হন।
বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরীর জানান, গত বুধবার হোয়াইক্যং চেকপোস্ট হতে মাদক বিক্রেতা বিল্লালকে ইয়াবাসহ আটক করা হয়। বৃহস্পতিবার ভোর আড়াইটার দিকে খারাংখালী বিওপি নায়েব সুবেদার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে টহল দল তাকে নিয়ে ইয়াবা উদ্ধারে খারাংখালী ৩ নম্বর সুইচ গেট নাফ নদী সংলগ্ন এলাকায় অভিযানে যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীর লোকজন টহল দলের উপর গুলিবর্ষণ করলে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় বিল্লাল হোসেন গুলিবিদ্ধ হয়, বিজিবির দুই সদস্য আহত হন। টেকনাফ মডেল থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে এসআই নুরুল ইসলাম গুলিবিদ্ধ দেহটি উদ্ধার করে
হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার বিল্লালকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৭ হাজার পিস ইয়াবা ও দুইটি ধারালো কিরিচ পাওয়া যায়।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, লাশটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।