টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে ‘রোহিঙ্গা’ নিহত

14

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছে; যাকে মাদক পাচারকারী বলছে বিজিবি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র-ইয়াবা। গতকাল শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার ছুরি খালে এ ঘটনা ঘটে বলে জানান বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল হাসান খান। নিহত নূর কবির (২৮) মিয়ানমারের রাখাইন রাজ্যের মোহাম্মদ মোতালেবের ছেলে।
ঘটনার বর্নণায় বিজিবি কর্মকর্তা ফয়সল বলেন, ঘটনাস্থলে বিজিবির একটি টহলদলকে লক্ষ্য করে ৩-৪ জন মাদক পাচারকারি গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। খবর বিডিনিউজের
এ ঘটনায় বিজিবির ২ সদস্য আহত এবং ঘটনাস্থলে তল্লাশি করে ১ লাখ ২০ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক ও দু’টি গুলি পাওয়া যায় বলে ফয়সল জানান।