টিভি-বেতারে আজান প্রচার করবে নিউজিল্যান্ড

32

ক্রাইস্টচার্চে দুটি মসজিদে খ্রিষ্টান সন্ত্রাসীর হামলায় নিহতদের স্মরণে এবং মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ করতে আগামী শুক্রবার দেশব্যাপী একযোগে আজান প্রচার করবে নিউজিল্যান্ডের টেলিভিশন এবং বেতাকেন্দ্রগুলো। এছাড়া নিউজিল্যান্ডবাসী নিহতদের স্মরণে দুই মিনিট নিরবতা পালন করবে। বুধবার একথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন। খবর জিও টিভির। দ্বিতীয়বারের মতো ক্রাইস্টচার্চ পরিদর্শনে এসে সাংবাদিকদের আর্ডার্ন বলেন, মুসলিম কমিউনিটিকে মসজিদে ফেরাতে, বিশেষ করে শুক্রবারে তাদের প্রতি সমর্থন জানাতে এই কার্যক্রম। একই দিনে পুরো নিউজিল্যান্ডবাসী দুই মিনিট নিরবতা পালন করবে। আমরা জাতীয়ভাবে আজান টিভিএসজেড এবং আরএনজেডে সম্প্রচার করব। বুধবার নিহতদের দাফন শুরু হয়েছে। গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ওপর গুলি চালায় খ্রিষ্টান সন্ত্রাসী ব্রেন্টন টারান্ট।