ঝুঁকিতে বোয়ালখালীর মেধস মুনির আশ্রম

75

বোয়ালখালীর করলডেঙ্গা পাহাড়ে চন্ডীতীর্থ মেধস মুনির আশ্রম। ১২টি মন্দির-দুর্গা মন্দির, মেধস মুনি, গণেশ মন্দির, দক্ষিণা কালী, কামাক্ষ্যা, মার্কন্ডেয় শিবমন্দির, তারা মন্দির, সীতা মন্দির, গঙ্গা মন্দির, বেদান্ত মন্দির, নির্মলানন্দজীর সমাধি, মগদেশ্বরী সেবাখোলা ও পদ্মপুকুর ২টি পাহাড়ে অবস্থিত। প্রতিদিন হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে এখানে। সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে এখানে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়।
যাতায়াতের ব্রিজটি পাহাড়ী ঢলে তলিয়ে গেছে এবং মন্দিরে পশ্চিম পার্শ্বে পাহাড় ধ্বসে বিভিন্ন গাছ গাছালীসহ ধ্বংস হয়েছে। মূল মন্দিরে ফাটল দেখা দিয়েছে। মন্দিরে পাশে পাহাড়ের বিশাল অংশ ধসে পড়েছে। ভারী বর্ষণ হলে আবারও পাহাড় ধস হতে পারে বলে আশংকা করা হচ্ছে।
মেধস মুনির আশ্রমের অধ্যক্ষ বুলবুলানন্দ মহারাজ বলেন, করলডেঙ্গা পাহাড়ের পাঁচশত ত্রিশ ফুট উঁচুতে অবস্থিত মেধস মুনির আশ্রম। প্রধান মন্দির কমপ্লেক্সের পশ্চিম পাশের সীমানা প্রাচীর এবারের বর্ষণে ধসে গেছে। আমরা ঝুঁকির মধ্যে বসবাস করছি। স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা ও সনাতন সম্প্রদায়ের বিত্তশালীরা এগিয়ে এলে ঐতিহ্যবাহি এ মন্দির রক্ষা পাবে।