জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের চিকিৎসালয় স্থাপন

111

‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট’ পরিচালিত ‘দারিদ্র্য বিমোচন প্রকল্প’ এর উদ্যোগে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় ৭টি দাতব্য চিকিৎসালয় স্থাপনের অংশ হিসাবে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, মানিকপুর শাখার তত্ত¡াবধানে সৈয়দ আবদুল গণি কাঞ্চনপুরী (র.) দাতব্য চিকিৎসালয় এর কার্যক্রম ৪ অক্টোবর উদ্বোধন করা হয়। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা প্রদান করা হবে সেখানে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ আবু তৈয়ব প্রধান অতিথির বক্তব্যে বলেন, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রকল্প কার্যক্রম দেখে আমি অভিভুত। অলি-আল্লাহ্রা সমগ্র সৃষ্টির কল্যাণ সাধনে নিয়োজিত থাকেন। তারা সব সময় মানুষকে সত্য, শান্তি, ঐক্য এবং কল্যাণের পথ বাতলে দেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই উপকৃত হন তাদের দ্বারা। সর্বমানবের কল্যাণ সাধনই তাদের মহান ব্রত। শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ছিলেন একজন মহান অলিয়ে কামেল, যিনি সারাটা জীবন মানুষের দুর্দশা লাঘবে ব্যয় করেছেন।
মোহাম্মদ নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি মহিলা ভাইস চেয়াম্যান জেবুন নাহার মুক্তা, আবু তাহের মেম্বার, ডা. রোবায়েত হাসান, ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম কাশেম, দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সহ-সভাপতি কাজি শাহরিয়ার মাহমুদ (মনির), সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, সহ-সম্পাদক মো. গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছের, প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন, মো. আলী মাসুদ, মাস্টার কবির আহমদ, আবুল কালাম আজাদ, আকতার উদ্দিন বাচ্চু, মাহবুল আলম সিকদার প্রমুখ। বিজ্ঞপ্তি