জাকির হোসেন তাঁর কর্মের জন্য আজীবন স্মরণ হয়ে থাকবেন

67

রাউজান উপজেলার সামাজিক সংগঠন উরকিরচর জনতা সংঘের সাবেক সভাপতি মরহুম মোহাম্মদ জাকির হোসেনের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল সংগঠনের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সমাজ সেবক আবুল কালাম মেম্বারের সভাপতিত্বে গত ৮ ফেব্রুয়ারি এস. এম ইউছুপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ত্বকরির, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক ও হযরত গরিবউল্লাহ শাহ্ (রহ.) জামে মসজিদের খতিব হযরত মাওলানা আনিসুজ্জামান আল-কদেরী। বক্তব্য রাখেন সালমা সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মরহুমের বড় ভাই হারুনুর রশিদ, আহবায়ক কমিটির সদস্য নুরুল আমিন, ছগির আহম্মেদ, নুরুল আবছার মিয়া, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ ফেরদৌস, হোসাইন আল ওসমান বাবর, আবু তাহের সওদাগর, হাবিবুল ইসলাম চৌধুরী, নুরুল হক সওদাগর, এস.এম দিদার, শামসুল আলম, সরওয়ারুল আলম, মোহাম্মদ নুর নবী, ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন, ইউছুপ আলী, সাবেক সভাপতি মহিউদ্দীন ইমন, এস. এম জাহাঙ্গীর আলম সুমন, ইউপি সদস্য কাউছার আলম, আবুল হাশেম, সাইফুদ্দীন সাইফ, সাবেক সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিকী, সাইফুদ্দীন আত্তারী, ইমরান আজম প্রমুখ। বক্তারা বলেন মরহুম জাকির হোসেন ছিলেন অত্যন্ত সহজ,সরল, সাদা মাঠা একজন মানুষ। তিনি তার কর্মময় জীবনে নানাভাবে মানুষের উপকার করেছেন। তাঁর কৃতিগাঁথা মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে এবং তাঁর কৃতিত্ব অনাদিকাল ধরে স্মৃতির স্বাক্ষর হবে। তিনি অগাদ ভালবাসায় মানুষের মাঝে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।