জঙ্গল জলদী স্বামী চিন্তাহরণ পুরীর আবির্ভাব উৎসব

358

জঙ্গল জলদীস্থ শ্রীশ্রীমৎ স্বামী চিন্তাহারী সাধনপীঠ যোগাশ্রমে চিান্তাহরণ পুরী মহারাজের ১০৪তম আবির্ভাব উৎসব দু’দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচির মধ্যদিয়ে গত ২০ জানুয়ারি সম্পন্ন হয়েছে। ১ম দিবসে যোগাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী মহানন্দ পুরী মহারাজের পৌরহিত্যে অনুষ্ঠিত ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিজয় ল²ী দেবী। প্রধান বক্তা ছিলেন গবেষক ও অধ্যাপক শ্রীপতি দাশ। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। ধর্মালোচনায় অংশ নেন প্রাক্তন প্রধান শিক্ষক রতন দাশ, ডা. সুরঞ্জন ধর, যোগবিদ ভগীরত দে। সঙ্গীত পরিচালক সুকুমার মল্লিকের পরিচালনায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠানে ভজনগীত পরিবেশন করেন সুজন সুশীল, নিশান দাশ, ইন্দ্রা দাশ, সপ্তর্ষী কারণ, দিপ্রভা তালুকদার, প্রিয়ন্তী সরকার, ববি দত্ত, ঐশী কারণ, অর্পা কারণ, প্রিয়ন্তী দাশ, তিশা দাশ ও দীপ সিকদার। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক অমৃত কারণ। ২য় দিবসে অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি