ছুটির দিনেও কর্ণফুলীর তীরে উচ্ছেদ অভিযান

56

কর্ণফুলী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও চলেছে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। শুক্রবার ৩০টির মতো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ নিয়ে গত ৫ দিনে ২০০টির অধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে অভিযান শুরু হয়। পশ্চিম মাদারবাড়ি এলাকায় আনু মাঝির ঘাটের দুইপাশ থেকে অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান এবং তৌহিদুর ইসলাম পৃথকভাবে দু’পাশ থেকে উচ্ছেদ কার্যক্রম চালান।
তাহমিলুর রহমান জানান, গত পাঁচদিনের অভিযানে কমপক্ষে ১৯০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে পাঁচটি খালের প্রবেশমুখ উদ্ধার করা হয়েছে। প্রায় ৭ কিলোমিটারেরও বেশি এলাকা দখলমুক্ত হয়েছে।
সদরঘাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাকে প্রথম ধাপ হিসেবে চিহ্নিত করে গত ৪ ফেব্রুয়ারি থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করে জেলা প্রশাসন। উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের সঙ্গে আরও কাজ করছে সিটি করপোরেশন, সিডিএ, ফায়ার সার্ভিস, কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ, র‌্যাব-পুলিশ।