চেকপ্রজাতন্ত্রে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৫

25

চেকপ্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণে পাঁচ খনি শ্রমিক নিহত এবং আট জন নিখোঁজ রয়েছেন। রাষ্ট্র পরিচালিত ওকেডি কোম্পানির ওই খনিটিতে বৃহস্পতিবারের বিস্ফোরণে আর ১০ শ্রমিক আহত হয়েছেন।
বিস্ফোরণের কারণে মাটির নিচে সুড়ঙ্গে কয়েক জায়গায় ধস নেমেছে। পর্যাপ্ত আলোর অভাবে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে বলেও জানান ওকেডি’র এক মুখপাত্র। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “এখন পর্যন্ত পাঁচটি মৃতদেহ পাওয়া গেছে। আটজন নিখোঁজ আছে। শ্রমিকদের বেশিরভাগেই পোল্যান্ডের নাগরিক।”