চীনে পর্যটন বাসে আগুন নিহত অন্তত ২৬

38

চীনের একটি মহাসড়কে একটি পর্যটন বাসে অগ্নিকান্ডের ফলে অন্তত ২৬ জন নিহত ও অপর ৩০ জন আহত হয়েছেন। শনিবার দেশটির স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক খবরে বিষয়টি জানা গেছে।খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হুনান প্রদেশের হানসু জেলার চাংদিতে এ ঘটনা ঘটেছে। বাসটিতে ৫৩ যাত্রী, একজন ট্যুর গাইড এবং দুইজন চালকসহ মোট ৫৬ জন ছিলেন। ঘটনার প্রাথমিক তদন্তের জন্য চালক দু’জনকে আটক করেছে পুলিশ।
ঘটনায় ৩০ জন আহত হবার ব্যাপরটি নিশ্চিত করেছেন চাংদির স্থানীয় কর্তৃপক্ষ। হুনান প্রদেশের এক মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা খুবই গুরুতর। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, ৫৯ সিটের বাসটির ভেতরের অংশ পুড়ে কালো হয়ে গেছে। বাসটির ভেতরে থাকা কোনো উপকরণ থেকেই অগ্নিকান্ডের সূচনা বলে ধারণা করা হচ্ছে। চীনে শিল্প ও পরিবহন নিরাপত্তা ব্যবস্থা বৃহত্তর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বৃপস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রায় ৬২ জন নিহত হয়েছেন। এর আগেও দেশটিতে বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।