চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান

51

চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, সেলাই মেশিন বিতরণ, দুই লক্ষ টাকা চল্লিশ জন প্রতিবন্ধীর মাঝে বিতরণ ও আলোচনা সভা গত ১৪ ডিসেম্বর ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চুর সভাপতিত্বে ও মো. আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্পের সেবা কার্যক্রম উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সামাজিক গবেষণক, ইনোডেটার ল্যাব সিটি আর সি মডেলের অফিসার ড. মো. আকবর হোসাইন, উৎপল বড়ুয়া, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এম.এম মোরশেদ আলম চৌধুরী, প্রধান শিক্ষক আলী নাসের চৌধুরী, ইউসুফ সরোয়ার। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সচিব মো. আবুল বশর। বক্তব্য রাখেন আলমগীর কবির চৌধুরী, মাসুদ জামান সোহেল, মো. শাহজাহান, রিমন মুহুরী, তোফায়েল আহমেদ, ইউপি সদস্য জসিম উদ্দীন বাসেক, মো. মোরশেদ, লিটন দাশ, মো. আজিম, বিপ্লব মহাজন, মো. লিয়াকত, মো. মোরশেদ আলম, মো. জাকারিয়া, মোস্তফা আরজু, মো. ওসমান, ইসরাত সাহেরা, আয়েশা আক্তার, সৈয়দ মায়মুনা খাতুন মুন্নি, অরূপ রায় অপু, মো. হাকিম আলী, আমজাদ হোসেন, জিয়াউল হাবিব, জামাল উদ্দীন, লিয়াকত আলী, মো. নাছির, আলাউদ্দিন সোহেল প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান প্রদান করা হয়। বিজ্ঞপ্তি