চলো বৃক্ষ হয়ে যাই

41

চলো বৃক্ষ হয়ে যাই অথবা বৃক্ষের মগ্ন ছায়া
মানুষের কাছে দাবি করি অতি সূক্ষ ভালোবাসা
বিখ্যাত নদীর জলে স্নান করি মুখে মাখি মায়া
আকাশ খুঁজিয়া আনি রং-তুলি আশা আর ভাষা।
মানুষ কেমন হয়ে গেছে বিবর্ণ ধূসর দুঃখী
ঘুমের ভেতর কেউ যেন বুকে রেখেছে পাথর
সর্বাঙ্গে অসুখ মেখে মানুষেরা বড়ই কাতর
মানুষের বর্তমান আজ তবে কী পাতালমুখি ?
আমার সংশয় জাগে- বেদনা মোড়ানো হতাশা
বোধ হয় মানুষের কোষে কোষে আত্মবিনাশের
সংক্রামক গুপ্ত বাণী আঁকিতেছে ছবি সর্বনাশা
আমার কবিতা কাকে দেবে প্রাণ আত্মবিশ্বাসের।
চলো বৃক্ষ হয়ে যাই অথবা বৃক্ষের মগ্ন ছায়া
মানুষের কাছে গিয়ে লাভ নেই মানুষ বেহায়া ।