চর-বরমা বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার হয়েছে স্বেচ্ছাশ্রমে

60

সম্প্রতি বন্যায় চন্দনাইশ উপজেলার চর-বরমা সড়কের প্রায় ৩ কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার হয়েছে স্বেচ্ছাশ্রম ও বিভিন্ন ধনাঢ্য ব্যক্তির আর্থিক সাহায্যে। জানা যায়, চলতি বছর জুলাই মাসে ২য় সপ্তাহের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩ কি.মি সড়ক সংস্কার করেছেন এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমে। সে সাথে আর্থিক সাহায্যে এগিয়ে এসেছেন চন্দনাইশের বিভিন্ন এলাকার বিত্তবানেরা। স্থানীয়রা জানান, এলাকার শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে দীর্ঘ ১৫ দিন কাজ করে চর-বরমার মধ্যম পাড়া থেকে মৌলভী বাজার পর্যন্ত প্রায় ৩ কি.মি সড়ক বন্যার পানিতে ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এলাকার বেশ কয়েকজন যুবক সংগঠিত হয়ে এলাকাবাসীকে একত্রিত করে চন্দনাইশের বিভিন্ন রাজনৈতিক ও বিত্তবানদের নিকট থেকে ৫ লক্ষাধিক টাকা সংগ্রহ করে। পরবর্তীতে স্বেচ্ছাশ্রমে শঙ্খ নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলন করে ১৫ দিন লাগাতার কাজ করে সড়কটি সংস্কার করে। ফলে বর্তমানে সড়কটি চলাচলের উপযোগী হয়েছে। এতে এলাকার সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা সড়ক দিয়ে সাচ্ছন্দে যাতায়াত করতে পারছে। সে সাথে এ এলাকার উৎপাদিত শাক-সবজি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে সংসার চালাচ্ছে অনেক কৃষক।