চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী হাটহাজারী সরকারি কলেজে রেজিস্ট্রেশন কেন্দ্র উদ্বোধন

167

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব আগামী ১৩-১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার হাটহাজারী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ মির কফিল উদ্দীন এর সভাপতিত্বে রেজিস্ট্রেশন কেন্দ্র উদ্বোধন করেন চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীর। চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র ও হাটহাজারী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন সুবর্ণজয়ন্তী উদ্যাপন পরিষদের সদস্য সচিব এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, সহকারি অধ্যাপক মোহাম্মদ সেলিমুল, মুহাম্মদ ইসহাক ও হাটহাজারী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আবু রিয়াদ। এছাড়া অনুষ্ঠানস্থলে হাটহাজারী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রাশেদা আকতারসহ কর্মরত বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা উত্তর চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের হাটহাজারী সরকারি কলেজে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেন। কর্মদিবসে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা হাটহাজারী সরকারি কলেজে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।
প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭১৫-৬১১২৩৪, ০১৮২০-১৭২৯০১, ০১৮১২-৭১২৩০০ নম্বরে।-হাটহাজারী প্রতিনিধি