চন্দনাইশ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের অর্থ প্রদান

72

চন্দনাইশের খ্যাতিমান সমাজহিতৈষী, শিক্ষানুরাগী ও ত্যাগী রাজনৈতিক ব্যাক্তিত্ব মরহুম আবদুল ওয়াহেদ মাস্টার ছিলেন চন্দনাইশের আলোকবর্তিকা। এলাকার শিক্ষা প্রসারে তিনি খানদীঘি হাই স্কুল ও পুর্ব সাতবাড়িয়া প্রাইমারী স্কুল প্রতিষ্ঠা করেছেন। তিনি ছিলেন অসাধারন গুনে গুনান্বিত, তাঁর অমর গৌরব গাঁথা স্মৃতিকে চির জাগরুক রাখতে এবং তাঁর অসমাপ্ত সমাজ কর্ম এগিয়ে নিতে প্রতিষ্ঠা হয়েছে শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন।
এ সংগঠনের উদ্যোগে আজ এলাকার দু’জন পিতৃহীন কন্যাদায়গ্রস্থ দরিদ্র মায়ের হাতে মেয়ের বিয়ের সহযোগীতা স্বরূপ নগদ অর্থ সাহায্য প্রদান করা হয়, এবং দরিদ্র কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাসিক শিক্ষাবৃত্তি হিসাবে নগদ অর্থ প্রদান ও বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন শিবলী বলেন, সমাজের বিত্তবান সম্প্রদায় দরিদ্রদের দুর্দশা লাগবে সামান্যতমও আন্তরিক হলে সমাজে অনেকাংশে দারিদ্রতা হ্রাস পাবে। শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কোন ব্যাক্তিগত লাভ-লোকসান, চাওয়া-পাওয়া নয় শুধুমাত্র সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্যেই আমাদের এই কর্ম প্রয়াস। পূর্ব সাতবাড়িয়া খানদীঘি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের মহাসচিব মো. শাহজাহান, উপদেষ্টা সদস্য প্রফুল্ল চন্দ্র নাথ, আলহাজ শরাফত আলী সওদাগর, আলহাজ অলি আহমদ সওদাগর, বাবুল চন্দ্র নাথ, মাস্টার মিল্টন বিকাশ দাশ, আবুল কাশেম, বিকাশ চন্দ্র দে, মো. নাজিম উদ্দিন, মো. বেলাল উদ্দিন, সাজ্জাদ হোসেন নিশান, ফাউন্ডেশনের কর্মকর্তা মাস্টার জাফর আহমদ, আবদুল হামিদ, সঞ্জয় নাথ, আদনান দেলোয়ার, সেন্টু নাথ, মো. ইদ্রিচ, মিজানুর রহমান প্রমুখ।