চন্দনাইশে হিজরী নববর্ষে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

42

ইসলামী ছাত্রসেনা কাঞ্চনাবাদ ইউনিয়ন শাখা : হিজরী নববর্ষ উদযাপন পরিষদ ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ব্যবস্থাপনায় ১৪৪১ হিজরীকে বরণ উপলক্ষ্যে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা রৌশনহাট তাহের মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সন্ধ্যায় কাঞ্চনাবাদ ইউনিয়ন ছাত্র সেনার সভাপতি মো. সাইফুর রহমান মিরুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহা সচিব আলহাজ স.উ.ম আবদুস সামাদ।
সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা আহমদ হোসেন আল কাদেরী, জেলা কমিটির মো. ফয়েজ উল্লাহ খতিবী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির নেতা যথাক্রমে মো. আবদুর রহিম, অধ্যক্ষ আবু তালেব বেলাল, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান মিজানী, চেয়ারম্যান মুজিবুর রহমান, শাহজাদা মতি মিয়া মনসুর, মো. আবুল কাশেম প্রমুখ। প্রধান বক্তা ছিলেন, ইসলামী ছাত্রসেনা জেলা সভাপতি মো. নুরুল ইসলাম হিরু। বিশেষ বক্তা ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি আমিনুল ইসলাম রুবেল। অন্যদিকে হিজরী নববর্ষ উদযাপন উপলক্ষ্যে সৈয়দ মো. তাহ্রে শাহ্, গাজী শেরে বাংলা ও শাহ্ আমিনুল্লাহ (রহ.) ট্রাস্টের যৌথ উদ্যোগে ৪ দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল গত বুধবার শুরু হয়। গত ৪ থেকে ৬ সেপ্টেম্বর ৩ দিনব্যাপী এ উপলক্ষ্যে চন্দনাইশ সদরস্থ খানেকায়ে কাদেরীয়া তৈয়বীয়া তাহেরিয়া খানকাহ রীফে ট্রাস্টের ৫ম বারের মত শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়। বাদে মাগরীব থেকে গত ৪ সেপ্টেম্বর তকরির করেন, মাওলানা আবু ইউছুফ নুর, এড. মোছাহাব উদ্দীন বখতিয়ার, মাওলানা আবুল আসাদ জোবায়েদ রেজভী। গত ৫ সেপ্টেম্বর জামেয়া আলেয়ার আরবি প্রভাষক মাওলানা নুর উদ্দীন সিদ্দিকী, অধ্যক্ষ মুফতি আহমদ হোসেন আল কাদেরী। গত শুক্রবার তকরির করেন, খতিব মাওলানা আবু জাহারা মো. মোজাম্মেল হক, শাহজাদা মাওলানা মোর্কারম বারী।
গত শনিবার সমাপনী দিনে তকরির করবেন শায়খুল হাদীস মাওলানা কাজী মঈনুদ্দীন আশরাফি, আন্তর্জাতিক ইসলামিক চিন্তাবিদ ড. সৈয়দ এরশাদ আহমেদ আল বোখারী। তাছাড়া মাহফিলে উপস্থিত থাকবেন মো. আবদুল গণি, মাওলানা হাফেজ আহমদ, মো. শাহরিয়ার আলমসহ স্থানীয় আলেমে দ্বীনগণ।