চন্দনাইশে সুন্নি সম্মেলন

75

গত ১৭ জানুয়ারি চন্দনাইশ বৈলতলী ইউনিয়ন পরিষদ মাঠে পাক পাঞ্জাতনের উদ্যোগে আ’লা হযরত কনফারেন্স ও সুন্নী সম্মেলন আহলে সুন্নাত ওয়াল জমা’আত চেয়ারম্যান শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (ম.জি.আ.) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন চন্দনাইশ উপজেলার প্যানেল চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। বিশেষ অতিথি ছিলেন ৬নং বৈলতলী ইউপি চেয়ারম্যান এড. আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল। প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান ফকিহ্ আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ। বিশেষ বক্তা ছিলেন ঢাকা মুহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হাসান আল-আযহারী, ক্বারি তারেক আবেদীন কাদেরী। পাক পাঞ্জতনের সভাপতি ডা. এম.এ আওয়াল ও সাধারণ সম্পাদক শওকত হোসেন চৌধুরী রিপনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক আল্লামা মুফতি আশেকুর রহমান হাফেজনগরী, পাক পাঞ্জাতনের প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মদ নুরুল আবছার, গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-প্রচার সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মুহাম্মদ ফেরদৌস আলম, বৈলতলী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম আদ্-দায়েমী, সাবেক সভাপতি এনামুল হক সওদাগর, আনোয়ার হোসেন বাহাদুর, পৃষ্টপোষক মফিজুর রহমান মুন্না, এ্যাহেয়া বাহার, এড. মোজাম্মেল হক ফারুকী, শফিউর রহমান, আব্দুল গফুর মেম্বার, মুহাম্মদ আলী কোম্পানী, নাজীম উদ্দিন মুন্সি, মুহাম্মদ নুরুল আমিন, মু. মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি