চন্দনাইশে মোবাইল কোর্টে ২ জনের সাজা

55

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ.ন.ম বদরুদ্দোজা মোবাইল কোর্ট পরিচালনা করে ২ জনকে জেল ও জরিমানা করেন। গত ১ মার্চ দোহাজারী এলাকায় মাদক সেবন ও মা বোনকে নির্যাতন করায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে দোহাজারীর মৃত আশরাফ মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম (৪০) কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। অপরদিকে গত ২৮ ফেব্রুয়ারি দোহাজারী শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দিয়াকুলের নাছির এন্ড কোং এর স্বত্বাধিকারী লালু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ফজলে করিম এমপির সহায়তা প্রদান

রাউজান প্রতিনিধি

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের জন্য কাপড়, কম্ভল ও রোগিদের ব্যবহৃত জিনিসপত্র প্রদান করলের স্থানীয় সাংসদ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। গত শনিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন ও সহকারি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোস্তাফা নুর মোরশেদের নিকট এসব হস্থান্তর করেন রাউজান সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। এসময় উপস্থিত ছিলেন রাউজান সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুল আমিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সারজু মো. নাছের, ডা. বটন বড়ুয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, হাজী মো. শফি, আবদুল আহমেদ, উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য এসএম লিটন, জাহাঙ্গীর আলম, জানে আলম রপিক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক, মো. বাবু, মো. ফারুক, জামাল আরিফ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাশেদ, ইউপি সদস্য মো. ফোরকান, সাহাবুদ্দিন, জীবক বড়ুয়া, মো. বাপ্পু, মনির, টিটু হাসান নাহিদ প্রমুখ।