চন্দনাইশে পৌর মেয়রসহ ৫৪ জনের রির্পোট করোনা পজেটিভ

42

চন্দনাইশে গত ৩ জুন পর্যন্ত ৪ শতাধিক নমুনা প্রেরণ করা হয়। তৎমধ্যে চন্দনাইশ পৌর মেয়র, ৩ চিকিৎসকম ৮ পুলিশ ও ৫ স্বাস্থকর্মীসহ ৫৪ জনের করোনা পজেটিভ এসেছে। তৎমধ্যে ২ চিকিৎসক, ৩ স্বাস্থ্য কর্মী সুস্থ হয়ে গত ২ জুন বাড়ি ফিরেছেন। চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, মার্চ মাসের মাঝামাঝি বাংলাদেশে করোনার প্রার্দুভাব দেখা দেয়ার পর থেকে ঈদের পূর্ব মুর্হুত মাত্র ১২ জন করোনা রোগী সনাক্ত হয়েছিল। ঈদ পরবর্তী হঠাৎ করে করোনা রোগী বেড়ে গিয়ে গত ৩ জুন পর্যন্ত চন্দনাইশ পৌরসভার মেয়রসহ ৫৪ জনের করোনা পজেটিভ রির্পোট পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিন হোসাইন চৌধুরী। তিনি আরো বলেন, এ পর্যন্ত ৪২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। গত ২৮ মে পর্যন্ত প্রেরণকৃত নমুনার রির্পোটে পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকাসহ ৫৪ জনের করোনা রির্পোট পজেটিভ এসেছে। তৎমধ্যে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ, দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ শেখ সাদী, স্বাস্থ্য কর্মী চন্দন ধর, হাবিবুর রহমান, ওয়ার্ড বয় কৃষ্ণ চক্রবর্তীসহ ৫ জন সুস্থ হয়ে গত ২ জুন বাড়ি ফিরেছেন। এর পূর্বে আরো ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাছাড়া চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিন হোসাইন চৌধুরী, ৭ জন, ২ স্বাস্থ্য কর্মী, উপজেলা পর্যায়ের ২ কর্মকর্তাসহ ১২ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। চন্দনাইশ পৌরসভার মেয়রকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার ভাই অধ্যাপক দিদারুল আলম জানিয়েছেন।