চন্দনাইশের বরুমতি খাল থেকে স্কেবেটর দিয়ে বালি উত্তোলনের অভিযোগ

87


চন্দনাইশ উপজেলার বরুমতি খাল থেকে দীর্ঘ ২ মাস ধরে নিয়ম বর্হিভূত ভাবে স্কেবেটর দিয়ে বালি উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। গত ৫ অক্টোবর সরেজমিনে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্বপাশ থেকে বরগুণি বীট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে একটি মহল বেশ কয়েকটি স্কেবেটর দিয়ে বালি উত্তোলন করে যাচ্ছে। কেউ কেউ ১নং সীট অতিক্রম করে ৩নং সীট এলাকা থেকে বালি উত্তোলন করছে। বালি উত্তোলনকারী নাদের আলী জানান, তারা জেলা প্রশাসক থেকে বালি উত্তোলনের অনুমতি নিয়ে উত্তোলন করছেন। এব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা বলেছেন, তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলে তাকে অবহিত করবেন। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। উল্লেখ্য যে, বালি উত্তোলনের ব্যাপারে বিধিমালা অনুযায়ী বেলচা দিয়ে বালি উত্তোলন করতে হবে। কোন ভাবেই স্কেবেটর দিয়ে বালি উত্তোলন করা যাবেনা। কিন্ত এক্ষেত্রে তা মানা হচ্ছেনা। ফলে বরুমতি খাল থেকে স্কেবেটর দিয়ে বালি উত্তোলনের কারণে খালের দু’পাশ ইতিমধ্যে ভাঙ্গতে শুরু করেছে। ফলে পাশ্ববর্তী বনাঞ্চল ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি পরিবেশ ধ্বংশ হবে এবং খালের দু’পাড়ের মানুষ বর্ষা মৌসুমের ভাঙ্গনের শিকার হবেন। এব্যাপারে স্থানীয়রা যথাযথ কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের সু-দৃষ্টি কামনা করে।