চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের প্রস্তুতি সভা ৯ ডিসেম্বর

62

চট্টগ্রাম কলেজ ‘গৌরবের ১৫০ বছর’ উদ্যাপন উপলক্ষে “চট্টগ্রাম কলেজ আমার-আমাদের কলেজ, গৌরবের ১৫০ বছর” ¯স্লোগানকে সামনে নিয়ে প্রাক্তনদের সম্প্রীতি, বিনোদন ও কল্যাণমূলক প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের আয়োজনে সম্প্রীতি মেলা আগামী ২৭ ডিসেম্বর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রস্তুতি সভা ৯ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টায় নুর আহমদ সড়ক মেট্রোপোল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের পক্ষে ফাউন্ডেশনের সভাপতি সাবেক কাউন্সিলর শহিদুল আলম, কার্যকরী সভাপতি মোরশেদ জাফর এবং সচিব কবি ও সংগঠক শারুদ নিজাম চট্টগ্রাম কলেজের সকল প্রাক্তন ছাত্র/ছাত্রী ও ”ট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
আগামী ২৭ ডিসেম্বর সম্প্রীতি মেলায় অংশগ্রহণে রেজিস্ট্রেশন ফি একক-১০০০টাকা, দম্পতি-১৮০০ টাকা, সন্তান প্রতিজন (৮ বছরের নিচে) ৮০০ টাকা, অতিথি ১০০০ টাকা। অংশগ্রহণকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় স্যুভেনিয়র। অনুষ্ঠানমালায় রয়েছে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী চট্টগ্রাম কলেজের মুক্তিযোদ্ধাদের সম্মাননা, কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে গান, নাচ, আবৃত্তি, মূকাভিনয়, কৌতুক পরিবেশন, দুপুরে মধ্যাহ্ন ভোজ, স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় গান। পাশাপাশি চা নাস্তার আয়োজন, অনুষ্ঠানের মূল আকর্ষণ জনপ্রিয় সাংস্কৃতিক পরিবেশনা ও ব্যান্ড এর গান, আর রাতে অনাড়ম্বর রাতের খাবার। এছাড়াও রয়েছে ক্যাডেট ফোরাম, চট্টগ্রামের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রæপিং নির্ণয় কার্যক্রম ও র‌্যাফল ড্র। এবারের সম্প্রীতি মেলার অন্যতম উদ্দেশ্য-সম্প্রীতি, বিনোদন, প্রাক্তন ও বর্তমান সতীর্থদের জন্য ১ কোটি টাকার একটি তহবিল গঠন করা। পাশাপাশি ২০০০ হাজার টাকা দিয়ে চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের সদস্য হওয়া যাবে। ইতিমধ্যে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে যেটি ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা হতে ৯টা পর্যন্ত চলবে। অনলাইনেও রেজিষ্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন স্থান-চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশন, মেট্রোপোল, ৮৪৬-নুর আহমদ সড়ক, চট্টগ্রাম ও গ্রীনিচ ৩য় তলা, বিপণী বিতান (নিউমার্কেট), চট্টগ্রাম। এবারের সম্প্রীতি মেলায় চট্টগ্রাম কলেজের ৩০০০ হাজার প্রাক্তন ও বর্তমান ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করবেন। বিজ্ঞপ্তি