চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি ব্রিজ এলাকায় সড়কের বেহাল দশা

4

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নির্মাণাধীন বরুমতি ব্রিজ এলাকায় গত এক সপ্তাহ ধরে বৃষ্টির কারণে সড়কে পানি জমে সড়কটি ক্ষত-বিক্ষত হয়ে পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নির্মাণাধীন বরুমতি ব্রিজ এলাকায় পুরাতন সড়ক ক্ষত-বিক্ষত হয়ে পড়ে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যানজটের সৃষ্টি হচ্ছে। ঘন্টার পর ঘন্টা যানজটের কারণে সড়কের দুই পাশে দুর পাল্লার যানবাহন আটকা পড়ে থাকে।
সড়কটি ক্ষত-বিক্ষত হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক সময় সড়কের গর্তে যানবাহন পড়ে আটকা পড়ছে। তখন গাড়ির হেলপার ও সহকারীরা গাড়িকে ধাক্কা দিয়ে সচল করতে দেখা গেছে। সড়কের দুই পাশে সাধারণ মানুষের যাতায়তের কোন ব্যবস্থা না থাকায় বিপাকে পড়তে হচ্ছে পথচারীদের। পথচারী চলাচলের সময় যানবাহন দ্রুত চলাচল করতে গিয়ে সড়কের গর্তে থাকা পানি পথচারীদের শরীরের কাপড়ে পড়ে নষ্ট হচ্ছে। এভাবে দীর্ঘ এক সপ্তাহ ধরে অব্যাহত থাকলেও কোন রমক পদক্ষেপ গ্রহণ করছেন না সড়ক ও জনপথ বিভাগ। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেছেন, ব্রিজ নির্মাণের কাজ করছে একটি প্রকল্প থেকে। তাই বিষয়টি তারাই ব্যবস্থা নিতে পারেন।