চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা বহির্বিশ্বকে জানাতে হবে

59

চট্টগ্রামস্থ রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর পরিচালক কংকন চাকমা বিজিএমইএ নেতৃবৃন্দের সঙ্গে গতকাল সোমবার খুলশীস্থ বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম চট্টগ্রামে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সুবিধার তথ্যাবলী বিদেশে বিভিন্ন ফোরামে যথাযথভাবে উপস্থাপন করার জন্য ইপিবি’র প্রতি আহŸান জানান।
তিনি বলেন, কাস্টমস্ ও বন্দর সুবিধা থাকায় চট্টগ্রাম থেকে রপ্তানী করলে ২/৩ শতাংশ ব্যয় কম হয়। তৈরি পোশাক রপ্তানী প্রক্রিয়ায় ইপিবি, কাস্টমস্, বন্দরসহ সকল প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। বহিঃর্বিশ্বে তৈরি পোশাকসহ অন্যান্য পণ্যের বাজার সৃষ্টি ও রপ্তানী বৃদ্ধিতে ইপিবি কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইপিবি’র পরিচালক কংকন চাকমা বলেন, নানা সীমাবদ্ধতা থাকা স্বত্তে¡ও তার প্রতিষ্ঠান তৈরি পোশাক সহ অন্যান্য রপ্তানী পণ্যের বাজার সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। রপ্তানীকারকদের প্রয়োজনে সব রকম সুযোগ-সুবিধা নিরলস ভাবে দেয়া হচ্ছে। তিনি বিদেশে পণ্য বাজার সৃষ্টির লক্ষ্যে আন্তর্জাতিক মেলাসমূহে রপ্তানীকারকদের অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্যাবলী ওয়েবসাইটে প্রদানের পরামর্শ দেন।
বক্তব্য দেন বিজিএমইএ’র সহ-সভাপতি এ এম চৌধুরী সেলিম, পরিচালক এ এম মাহাবুব চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী। উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ মুসা, খন্দকার বেলায়েত হোসেন, মোহাম্মদ আতিক ও প্রাক্তন পরিচালক এবং ইপিবি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান নাফিদ নবী সহ ইপিবি’র কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি