‘গরিবি হটাও’ এখন ‘গরিবি চুপাও’ : শিব সেনা

58

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকে কেন্দ্র করে নরেন্দ্র মোদি সরকারের আহমেদাবাদে দরিদ্রতা আড়ালে দেয়াল নির্মাণের সমালোচনা করেছে বিজেপির সাবেক জোটসঙ্গী শিব সেনা। ভারতীয় প্রধানমন্ত্রীর দারিদ্র্য নির্মূলের স্লোগানের কথা তুলে ধরে শিব সেনার মুখপত্র সামানা’তে বলা হয়েছে, “একসময় ‘গরিবি হটাও’ স্লোগানের সমালোচনা করা হয়েছিল। কিন্তু এখন নতুন এজেন্ডা চলে এসেছে, তা হলো ‘গরিবি চুপাও’ (দারিদ্র্য আড়াল করো)।” ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
শিব সেনা’র মুখপত্রে গুজরাটে ট্রাম্পকে স্বাগত জানানোর প্রস্তুতিরও সমালোচনা করা হয়েছে। এটিকে ভারতের ‘দাসত্বের মনোভাব’ উল্লেখ করে বলা হয়েছে, দেশ যখন ব্রিটিশদের শাসনে ছিল তখন কোনও রাজা বা রানির সফরে এমন উদ্যোগ নেওয়া হতো। এতে লেখা হয়েছে, ‘ট্রাম্পের সফর মাত্র তিন ঘণ্টার। কিন্তু যে প্রস্তুতি নেওয়া হয়েছে তাতে দেশের খরচ পড়ছে প্রায় ১০০ কোটি রুপি। এরমধ্যে রয়েছে আহমেদাবাদে ১৭টি সড়ক এবং সড়কগুলোর দুই পাশে দেয়াল নির্মাণ।’