গরম শুরু হলেই করোনা ভাইরাস দূর হবে : ট্রাম্প

95

এপ্রিলে গরম শুরু হলেই করোনা ভাইরাস দূর হয়ে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এ প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে যখন সারা বিশ্বে আতঙ্কিত হয়ে পড়েছে, ঠিক তখনই ভাইরাসটি নিয়ে এ ধরনের মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। একটি সমাবেশে ট্রাম্প বলেন, ‘কাগজে-কলমে’ যখন কিছুটা গরম পড়বে তখন ‘বিস্ময়করভাবে’ দূর হয়ে যাবে করোনা ভাইরাস। সোমবার হোয়াইট হাউজে গভর্নরদের উদ্দেশে দেওয়া এক ভাষণে এক ধরনের দাবি করেন ট্রাম্প। করোনা ভাইরাসকে ‘কঠিন’ উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি মনে করি, সব ঠিক হয়ে যাবে। তিনি গভর্নরদের বলেন, ‘গরমের’ কারণে এপ্রিল নাগাদ এ ভাইরাসের মহামারী কমে আসবে বলে চীন আমাকে আশ্বস্ত করেছে। এ ধরনের ভাইরাসকে সাধারণত গরম মেরে ফেলে।