খাবারের খোঁজে লোকালয়ে অজগর

44

হাটহাজারী উপজেলায় একটি অজগর সাপ স্থানীয়দের হাতে ধরা পড়েছে। গত ১৯ মার্চ উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের কাজি পাড়া চেয়ারম্যান বাড়ির সামনের পুকুর অজগর সাপটি দেখতে পায় গ্রামবাসী। পরে গ্রামের কয়েককজন মিলে কৌশলে সাপটি ধরে ফেলে এবং মেরে ফেরার জন্য উদত্ত হয়। খবর পেয়ে দুপুরে চট্টগ্রাম উত্তর বনবিভাগের হাটহাজারী রেঞ্জের ১১ মাইল বিট কাম চেক স্টেশনের ফরেস্টার গোলাম মোস্তফা এবং এফজি আব্দুল মালেক দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি তাঁদের হেফাজতে নেন। এরপর উক্ত এলাকার পশ্চিমে পাহাড়ের বনাঞ্চলে অজগর সাপটি অবমুক্ত করা হয় বলে জানান উক্ত স্টেশনের কর্মকর্তা ফরেস্টার সৌমেন বড়ুয়া।